ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ধোবাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

image

You must need to login..!

Description

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের লোমহর্ষক গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সেমাবার সকালে তৌহিদী জনতার ব্যানারে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে ধোবাউড়ার বিভিন্ন জায়গা থেকে দলে দলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আজাহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসনে খান লিটন,জামায়েতে ইসলামীর আমির আব্দুল হালিম, সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ । এসময় বক্তারা ইসরাইলী পন্য বয়কটের ঘোষনা দেন।। পরে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ধোবাউড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।