ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিভাবকহীন তিন নবজাতক : একজন মারা গেছে

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে অভিবাবকহীন তিন নবজাতকের মাঝে ঈদের পরদিন একজন মারা যায় দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অভিযোগ উঠেছে মোট তিন নবজাতক হাসপাতালের বিভিন্ন ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। তবে, এর স্বপক্ষে কোন প্রমান পাওয়া যায়নি। ওই তিন নবজাতকের একজন মারা গেছে। অপর দু’জন নবজাতক হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন। ওই তিন নবজাতক ঈদুল ফিতরের আগেও সুস্থ ছিল। কিন্তু ঈদের পর একজনের মৃত্যু হয়। বেঁচে থাকা দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে।

মনমনসিংহ মেডিকেল ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ওই তিন নবজাতক কোথা থেকে উদ্ধার করা হয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে, তিন নবজাতকের মাঝে একজন মারা গেছে। অপর দু’জন হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। গত দেড় মাস আগে হাসপাতালের আউটডোরের ওয়াশরুমে একটি মৃত নবজাতক পাওয়া গিয়েছিল বলে আমার জানা আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, গত ৭ মার্চ একজন কর্মচারী হাসপাতালের টয়লেটে নবজাতকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই নবজাতকটি পাওয়ার কিছুদিন আগে আরও দুটি নবজাতক পাওয়া যায়। তাদের মাঝে ইতোমধ্যে একটি নবজাতক মারা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন তিন নবজাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়টি শুনেছি তিনটি নবজাতক উদ্ধার করা হয়েছে। এর মাঝে একজন মারা গেছে। অপর দুজন হাসপাতালে ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।