ইসরাইলী আগ্র্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ তুলতে হবে- প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসুচির প্রতি সংহতি প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন ইসরাইলী আগ্র্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে । তিনি বলেন , ইসরাইল একটি সন্ত্রাসী , বর্বর , মানবতা বিবর্জিত রাষ্ট্র । বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গগুলি প্রদর্শণ করে ইসরাইল একের পর এক বর্বর হামলা চালাচ্ছে । তিনি বলেন নারী , শিশু সহ নিরিহ মানুষকে হত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপি তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলের আগ্রাসী শক্তির মোকাবেলা করতে হবে । ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন ফিলিস্তিনি নারী পুরুষ , শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরাইলী হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না । তিনি ইসরাইলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্রিয় হবারও আহবান জানান ।
অবস্থান ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হfলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক মির্জা জহিরুল ইসলাম , উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন , পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর প্র্রমুখ বক্তব্য রাখেন ।