ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দিলেন বিএনপি নেতা মাজেদ বাবু

image

You must need to login..!

Description

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

” আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম না হই, তাহলে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।” – তারেক রহমানের এই বাণীটি পৌঁছে দিতে ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ হাজার ৫ শ জন এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার্থীদের হাতে ওই লেখা সম্বলিত ১টি ট্রান্সপারেন্ট ফাইল সহ শিক্ষা উপকরণ দুটি কলম, একটি স্কেল, একটি পেন্সিল, একটি ইরেজার এবং একটি সার্পনার তুলে দিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মাজেদ বাবু জানান, ঈশ্বরগঞ্জের ৫ হাজার ৫ শ জন এসএসসি পরিক্ষার্থীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। তিনি আরও বলেন,’আমরা সবাই জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই সকলের দায়িত্ব একটা সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা। সেই দায়িত্ববোধ থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আমি সহ দলীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার
সকাল থেকে একযোগে এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সৌজন্যে উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাতে তারেক রহমানের বাণী সহ শিক্ষা উপকরণ তুলে দেন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে শিক্ষার মান উন্নয়নে মাজেদ বাবুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সকল স্তরের জনগণ।