ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম শহীদ সাগর ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত- বিভাগীয় কমিশনার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে। তিনি বলেন, নগরীর বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সঙ্গে মতামতের ভিত্তিতে এই বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের জন্য সভা করা হয়েছে। এতে শহীদ রিদওয়ান হোসেন সাগরের নামকরণে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এর আগে গত সপ্তাহে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সচিব এবং বর্তমান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রানালয়ের সচিব রেজাউল মাকসুদ জায়েদী ময়মনসিংহ এসে স্টেডিয়ামের জন্য একাধিক স্থান পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত স্থান নির্বাচন করা হয়নি।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেডিয়ামের নামকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।সভায় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহে প্রথম শহীদ হন কলেজ শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগর। শহীদ সাগরের এই আত্মত্যাগকে ধরে রাখার জন্যই ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম শহীদ রিদওয়ান হোসেন সাগর ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য যে, বিগত ডিসি সম্মেলনে বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনারদের এক বৈঠকে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ময়মনসিংহে আন্তজার্তিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব করলে প্রধান উপদেষ্টা তা গ্রহন করেন। এর প্রেক্ষিতে এই ক্রিকেট স্টেডিয়ামটি দ্রুত সময়ের মধ্যে নামকরণ করে নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) তাহমিনা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, নায়েবে আমীর ম. কামরুল হাসান মিলন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, শহীদ সাগরের বাবা মো: আসাদুজ্জামান, জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সদস্য সচিব আলী হোসেন, মহানগরের আহবায়ক ওয়ালিউল্লাহ প্রমূখ।