
You must need to login..!
Description
মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শেখের ডাংগর গ্রামে মোহাম্মদ আলী ও তার ভাইদের ঘরে গভীর রাতে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ৫টি বসতঘর ভাংচুর সহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ হামলাকারীদের বিরুদ্ধে। হামলায় মোহাম্মদ আলীর ভাই শারীরিক প্রতিবন্ধী আব্দুস সালাম মারাত্মক আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন । মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে একই গ্রামের নিজাম উদ্দিনের নেতৃত্বে স্বপন, শহিদুল্লাহ, রিটন, ফাহিম গংরা ভাংচুর করেছে বলে জানান হামলার শিকার মৃত মুক্তোল হোসেনের ছেলে আব্দুস সালাম মোহাম্মদ আলী ও আকবর আলী। জানা গেছে, মৃত মুক্তুল হোসেনের পরিবারের সাথে প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে। হামলার শিকার মোহাম্মদ আলী জানান, নিজাম উদ্দিন গংরা এক বছর আগে তাদের ক্রয় কৃত ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেছে। এ ব্যাপারে আদালতে মোকাদ্দমা রয়েছে। নিজাম উদ্দিন ও তাঁর ভাইয়েরা মিথ্যা মামলা জড়িয়ে হয়রানিসহ বিভিন্নভাবে অত্যচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মোহাম্মদ আলী জানান, আরও জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করছে। এতে বাধা প্রদান করায় নিজাম উদ্দিন তাঁর লোকজনকে নিয়ে গভীর রাতে রামদা, বল্লম ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালায়। ঘটনাস্থলে বাড়ির গৃহবধূ রিমা, ঝরণা ও বিউটি আক্তার জানান, গভীর রাতে হঠাৎ শব্দে ঘুম থেকে জেগে দেখেন নিজাম উদ্দিনের লোকজন তাদের বসতঘরে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করছে । শুধু তাই নয়, অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে মারধর সহ আটকে রেখে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরেন। এ্য সময় ৯৯৯ কল দিয়েও তাৎক্ষনিক কোন সহযোগিতা পাননি পরিবারটি। তবে সকাল ৯ টার দিকে পুলিশ বাড়িতে আসে। এ বিষয়ে নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরির্দশনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।###