স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে সাংবাদিকসহ একাধিক ব্যক্তির ছবি এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় মির্জা সুবেদ আলী রাজা (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রশাসন ও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিলেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত রোববার ময়মনসিংহের জেলা পরিষদের সামনে থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই আসামিকে গ্রেপ্তার করে।
মির্জা সুবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর আর. কে মিশন রোড এলাকায় বসবাস করেন।
গত ৮ এপ্রিল ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম রেজা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মির্জা সুবেদ আলী রাজাসহ ছয়জনকে আসামি করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পর্নোগ্রাফি আইনের মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ##
মতিউল আলম