ভালুকায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবক গ্রেপ্তার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রোকনুজ্জামান নাঈম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ২ মিনিট পর্যন্ত এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ বিশেষ অভিযানে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার খুজিবাড়ি মোড়, ৩ নম্বর ওয়ার্ডে। তিনি পিতা মো. নজরুল ইসলাম এর ছেলে।
পুলিশ জানায়, ভালুকার আব্দুল আল মামুন নামের এক ব্যক্তি স্থানীয় গ্রিন টেক্সটাইল নামক একটি কারখানায় চাকরি করতেন। পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে তিনি চাকরি ছেড়ে যান এবং বর্তমানে ভালুকায় গাড়ি ও বালুর ব্যবসা করেন।

এই অভিযোগের ভিত্তিতে এনএসআই হেডকোয়ার্টার থেকে তদন্ত চলছে—এমন কথা বলে নিজেকে এনএসআই প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন রোকনুজ্জামান নাঈম। তিনি মামুনের কাছ থেকে বিষয়টি ‘মীমাংসা’ করতে ১৫ লক্ষ টাকা দাবি করেন।

চাঁদাবাজির প্রেক্ষিতে ভুক্তভোগী মামুন প্রথমে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদানের জন্য রাজি হন। সোমবার উভয়পক্ষ টাকা লেনদেনের জন্য ভালুকা সরকারি কলেজের সামনে অবস্থান করছিলেন। সেই সময় ময়মনসিংহ জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাঈমকে আটক করে।

গ্রেপ্তারের পর নাঈমকে ভালুকা মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থা আরও অধিকতর তদন্ত করছে।