
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় বলেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমরা, ভারাক্রান্ত হৃদয়ে, শান্তি, মানবতা এবং ঐক্যের আলোকবর্তিকা পূণ্য পিতা পোপ ফ্রান্সিসের দু:খজনক মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তাঁর মৃত্যুতে আমরা মর্যাদাপূর্ণ পোপতন্ত্রের এক যুগের অবসান দেখতে পাচ্ছি, যিনি সূক্ষ নেতৃত্বের গুণাবলীতে পরিপূর্ণ ছিলেন, যিনি মানবিক মর্যাদা, আন্ত:ধর্মীয় সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্ব ধর্মীয় সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষকে আরও অন্তর্ভূক্তিমূলক, সহনশীল এবং প্রেমপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করতে অনুপ্রাণিত করেছিল।
তিনি বলেন, পোপ ফ্রান্সিসের সাথে বহুবার দেখা করতে পেরে এবং শান্তি, মানবিক মর্যাদা এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আমি সন্মানিত।
২০১৭ সালে আমাদের দেশে তাঁর ঐতিহাসিক সফরে গভীরভাবে সন্মানিত বাংলাদেশের জনগণ, এই মহা ক্ষতিকর শোকের সময় বিশ্ব সম্প্রদায়ের সাথে যোগ দিচ্ছে ।
আমরা, তাঁর শিক্ষা এবং সকলের প্রতি তাঁর দয়ার গভীর প্রভাব স্মরণ করে, এই দু:খের সময়ে ক্যাথলিক মন্ডলী এবং বিশ্বজুড়ে মানুষের সাথে একাত্মতা প্রকাশ করছি।
আমরা প্রয়াত আত্মার চির শান্তি কামনা করি। আমরা যেন বিশ্বের প্রতি তাঁর, করুণায় এবং সহানুভূতিতে ঐকবদ্ধ একটি বিশ্ব দর্শনকে সন্মান করতে ক্ষান্ত না হই।###