বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল, নির্বাচিত শাসন ও গণতন্ত্র ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা বা তাদের সমস্যার সমাধান হবে না । বিগত ১৫ বছর হাসিনার ফ্যসিবাদ বিরোধী আন্দোলনসহ জুলাই আগস্টে গণ অভুত্থানে শ্রমজীবী মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন গণ অভুত্থানে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । ময়মনসিংহ রেল ষ্টেশনে কৃষ্ণচড়া চত্বরে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু , উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম , সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্র্রমুখ বক্তব্য রাখেন ।
সমাবেশের পর একটি র্যালি ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষ্ণচুরা চত্বরে এসে শেষ হয় । পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহবান জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করছে । কিন্তু নির্বাচন বিলম্বিত হলে জনগন অধৈর্য হয়ে পড়লে বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না । তিনি বলেন একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে নির্বাচনের আগে স্থাণীয় সরকার নির্বাচনের দাবি করছে ।
তিনি বলেন, তারা বিএনপির ছত্রছায়ায় রাজনীতি করলেও এখন বিএনপিকে ল্যাং মারতে সচেষ্ট । তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৫ বছর আন্দোলন বা জুলাই আগস্টে রক্ত দেয় নাই । বিএনপিকে ল্যাং মারতে যেয়ে গণতন্ত্রের ক্ষতি করলে জনগণ ক্ষমা করবে না । বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায় !
শ্রমিক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন বিএনপি মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে । বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন । সে পরিচয়ে আমরাও গর্বিত , আমরা একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী । আমরাও শ্রমিক । তিনি আরও বলেন , জনগণের রায়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ণ করবে ।
এর আগে তিনি আজ দুপুরে মহান মে দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের উদ্যোগে হালুয়াঘাট পৌর শহরে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দিয়ে সকলকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মে দিবসে শ্রমজীবী মানূষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শপথ নিতে হবে । হলুয়াঘাট পৌর শহরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণির সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর বক্তব্য রাখেন ।
সংক্ষিপ্ত সমাবেশের পর রঙ বেরঙএর পতাকাসহ দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাটের পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা মার্কেটে এসে শেষ হয় ।