
You must need to login..!
Description
এ কে খান :পাবনা থেকে,
পাবনা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মধ্যে দিয়ে ক্লাবের গৌরব ও করা হয়েছে। বৃহস্পতিবার ১ মে সকাল সারে ১০ টায় পাবনা প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আঃ হামিদ সড়ক হয়ে রায়বাহাদুর গেট প্রদক্ষিণ করে প্রেসক্লাবে শেষ হয়। পরে ক্লাব সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম।মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পাবনা প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করা সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আওয়াল, পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সিফাত রহমান সনম, এসএম আলাউদ্দিন, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের এমডি ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, শিক্ষাবিদ পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মাহতাব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক নেসার আহমেদ নান্নু,পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান স্বপন, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম এ আলিম রিপন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও বেড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও পাবনার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকে প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয়। এবারও পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ৩০ এপ্রিল বুধবার প্রেসক্লাব আলোকসজ্জাকরণ করা হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় আনন্দ র্যালি, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। পরদিন ২ মে শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবকে সাজানো হয়েছে নতুন সাজে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন ও ২২তম সদস্য। এছাড়াও সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মাশাল (অব.) একে খন্দকার, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী, প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিন এই প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য ছিলেন ও রয়েছেন। মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।