বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে উল্লেখ করে নির্বাচন প্রলম্বিতসহ সবকিছুই করা হচ্ছে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে । বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা দেশের সর্বনাশ ডেকে আনছে ।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

কর্মী সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন , অপপ্রচার ও যড়যন্ত্র চালিয়ে আওয়ামী ফ্যসিবাদ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পরে নাই , বর্তমানেও বিএনপির বিরুদ্ধে অপ প্রচারকারী ও যড়যন্ত্রকারীরা ব্যর্থ হতে বাধ্য । তিনি দুঃখ প্রকাশ করে বলেন কোনও কোনও বুদ্ধিজীবীরাও এই অপপ্রচারে সুর মিলাচ্ছে । বিনয়ের সাথে তাদের উদ্যেশ্যে বলতে চাই , বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় , জনসম্পৃক্ত দল । বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেয়া হলে জনগণ মেনে নেবে না । তিনি বলেন , বিএনপি ও শহিদ জিয়া আওয়ামীলীগ প্রণীত বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করেছিলো । বিএনপি আবার সেই সংস্কারসহ যুগের চাহিদা অনুযায়ী জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ও গণঅভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করতে অংগীকারাবদ্ধ । তিনি বলেন, জনগণ সেই চিন্তাবিদদের কোনও দল , গ্রুপ বা গোষ্ঠীর অভিভাবক , মুখপাত্র বা পরামর্শদাতা হিসেবে নয় , তাদেরকে শক্তিশালি জাতি রাষ্ট্র গঠনে সকলের কাছে গ্রহণযোগ্য এবং জাতীর অভিভাবক হিসেবে দেখতে চায় । তিনি বলেন , কোনও কোনও দল হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগে স্থাণীয় সরকার নির্বাচন চায় । তাদের এই চাওয়ার পেছনেও দূরভিসন্ধি রয়েছে । মঞ্চে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় , মাঠে ময়দানে তারা আবার জাতীয় সংসদে তিনশত আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রচারনা চালাচ্ছে । এটা তাদের প্রতারণামূলক রাজনীতি । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বক্তব্য উধৃত করে তিনি বলেন , জনগণের পাল্স বুঝে কাজ না করলে জনগণের ও রাজনৈতিক দলগুলোর নিশঃর্ত সমর্থন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য নাও থাকতে পরে । তিনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়ে বলেন জনগণ অতি দ্রুত নির্বাচন চায় । সকালে নিজ গ্রামে
কৃষি শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , জনগণের সাথে দেখা হলেই তারা প্রথম যে প্রশ্নটি করে , নির্বাচন কবে হবে ? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে । জনগণ ভোট দেবার সুযোগ পেলে ধানের শিষে ভোট দেবে । যারা নির্বাচন পেছাতে চায়, তারা জনগণকে ভয় পায় , তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায়। তিনি বলেন অতীতে স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনাও বিএনপির জয়যাত্রা রোধ করতে পারে নাই , এখনও কেউ পারবেনা ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে মধুপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়াঁ বাবুল, হলুয়াঘাটপৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারকান্দা উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালেক, মুখলেসুর রহমান, আবদুল বাতেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু প্র্রমুখ বক্তব্য রাখেন ।