ধান বিক্রয় করতে কৃষকদের সরাসরি সরকারি দপ্তরে আসার আহ্বান- বিভাগীয় কমিশনার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
চলতি বোরো মৌসুমে ‘কৃষকদের অ্যাপ’ এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগে মোট ৩৩টি উপজেলায় ধান ক্রয় করা হচ্ছে মর্মে বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় অবহিত করেন ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম। মঙ্গলবার (০৬মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, কৃষকরা যাতে মধ্যস্বত্বভোগীদের কাছে হয়রানির শিকার না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের মাধ্যমে সঠিক আর্দ্রতায় সংরক্ষিত ধান ক্রয় করলে ধানের গুনগত মান বজায় থাকবে। আর ধান বিক্রয় করতে কৃষকদের সরাসরি সরকারি দপ্তরে আসার আহ্বান জানানো হয়।

২৪ এপ্রিল ২০২৫ হতে চলতি মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ চলছে। সরকার কর্তৃক নির্ধারিত সংগ্রহ মূল্য প্রতি কেজি ধান ৩৬.০০টাকা, সিদ্ধ চাল ৪৯.০০ টাকা এবং গম ৩৬.০০ টাকা। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জানান, ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলায় কৃষকের অ্যাপ এর মাধ্যমে এবং নির্বাচিত উপজেলাসমূহে ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে ধান ও চাল সংগ্রহ চলছে। এতে ক্রয় কার্যক্রমে অধিক স্বচ্ছতা নিশ্চিত হবে। পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় দেড় লক্ষ টন ধান বিভাগের বাইরে গুদামজাত করা হতে পারে। এছাড়াও বর্তমান বাজার মূল্যের চেয়ে গমের সংগ্রহ মূল্য কম হওয়ায় গম সংগ্রহের সম্ভাবনা নেই।

সভাপতি বলেন, সরকার ধান চাল সংগ্রহের মাধ্যমে কৃষককে সাপোর্ট দেয়। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে আগে থেকেই আর্দ্রতা পরিমাপ করে তারপর ধান নিয়ে গুদামে আসে। পরিবহন খরচ সাশ্রয় হলে কৃষক লাভবান হবে। এছাড়াও, কৃষিকার্ড সরবরাহের ক্ষেত্রে কৃষক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।