
You must need to login..!
Description
বিএমটিভি নিউজঃ
চট্টগ্রামের চাঁন্দগাও র্যাব কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও র্যাব ক্যাম্পে গুলি চালিয়ে আত্মহত্যা করেন পলাশ সাহা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে- পলাশ সাহা আত্মহত্যা করেছেন।
চান্দগাঁও র্যাবের এক কর্মকর্তা বলেন, পলাশ সাহা পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার ১১টার পর র্যাবের চান্দগাঁও ক্যাম্পের সবাই একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পলাশ সাহা নিজ কার্যালয়ে নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, বেলা ১২টার দিকে র্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা তার কক্ষে যান। তখন তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার নামে ইস্যুকৃত পিস্তলটি নিচে পড়ে ছিল। টেবিলের উপর একটি চিরকুট পাওয়া যায়।
জানা গেছে, বিসিএস ৩৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন পলাশ সাহা।
বাংলাদেশ গার্ডিয়ান/MBT