ধোবাউড়ায় প্রাইভেটকারসহ ছয় জন মাদককারবারি আটক

ধোবাউড়ায় প্রাইভেটকারসহ ছয় জন মাদককারবারি আটক

BMTV Desk No Comments

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেকিয়ারকান্দা বালুয়াপাড়া এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৩ বোতল মদসহ ৬ জনকে আটককরে ধোবাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন ভালুকা উপজেলার রিফাত(২৪),কানন(৩০), আহাদ(২৪), দিপু(১৯), এমদাদ(২৭) এবং আলম(৪০)। তাদেরকে মাদকআইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এব্যাপারেধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, আটককৃতদের নামেমাদক আইনে মামলা হয়েছে।