ময়মনসিংহে ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার পর মায়ের মৃত্যু

ময়মনসিংহে ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার পর মায়ের মৃত্যু

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার পর ক্যান্সার আক্রান্ত মায়ের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার চর খরিচার মদিনা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খরিচার চর এলাকার আব্দুল হাই’র স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও তার ছেলে জসীম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আয়েশা দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভোগছিলেন। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছিল। ঘটনার দিন সকালে ছেলে জসিম ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর ক্যান্সারে আক্রান্ত মায়ের মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে মরদেহ দেয়ার আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে জসিমের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

এনায়েতুর রহমান