
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন প্রয়োজনে তারেক রহমানের ডাকে ঢাকায় যেতে হবে । গণতন্ত্র ফিরিয়ে এনে গণঅভূত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে শুধু বিলম্বিতই নয় অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে । একটির পর একটি অবাস্তব , অপ্রয়োজনীয় , অযৌক্তিক জনসম্পৃক্তহীন বিষয় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনকে ব্যতিব্যস্ত রেখে মূল লক্ষ আড়াল করার চেষ্টা হচ্ছে । ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কার্যক্রম নিষিদ্ধ ও আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন ৫ আগস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং ১০ ফেব্রুয়ারি লিখিত ভাবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরু করার তাগিদ দিয়েছিলো । বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না । তিনি বলেন , সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে , বিএনপি অনেক আগেই সেই আইনগত প্রক্রিয়ার কথা বলে আসছে । সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছে । তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে সংস্কার ও নির্বাচন বিষয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন , অনেক সময় পার হয়ে গেছে , জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে । সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পরে । তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের প্রতি সংস্কার ও নির্বাচনের দাবিতে প্রয়োজনে আন্দোলন ঘোষণার আহবান জানিয়ে বলেন
নির্বাচনের জন্য মানুষ প্রয়োজনে রাজধানীতে যেতে প্রস্তুত । তারেক রহমান ডাক দিলে ২/৩ হাজার নয় , নির্বাচনের দাবিতে ঢাকায় লক্ষ লক্ষ লোক জমায়েত হবে । অমরা চাইনা সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হোক । নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ আর সহ্য করবে না ।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় ইউনিয়ণ বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে
অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ , বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবোয়ক মোতাহার হোসেন তালুকদার , হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , উপজেলা বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম আযাদ , রমজান আলী , হাফিজ উদ্দিন বিএসসি, আবদুল মান্নান মাস্টার , দুলাল সরকার , নবী হোসেন মেম্বার প্র্রমুখ বক্তব্য রাখেন ।