ময়মনসিংহে রেলওয়ের  ২শতাধিক দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে রেলকর্তৃপক্ষ

ময়মনসিংহে রেলওয়ের  ২শতাধিক দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে রেলকর্তৃপক্ষ

May 14, 2025 78 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে দুই শতাধিক দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১৪ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর সানকিপাড়া বাজারের রেলওয়ের দুই পাশে এ অভিযান চলে।এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী।
দখলকারীরা বলছেন, উচ্ছেদ অভিযান হবে তা জানলেও গুরুত্ব না দেওয়ায় মালামাল সরাননি। যার কারণে সবকিছুই গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রেল বিভাগের কর্মকর্তারা জানান, রেলওয়ের জায়গা রক্ষা করা এবং এখানে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করার জন্যই অভিযান চালানো হয়। নগরীর অন্যান্য রেলওয়ের জায়গাতেও অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো সানকিপাড়া রেলক্রসিং বাজার। এখানে শত শত ব্যবসায়ী ব্যবসা করেন। কোনো কিছুই দখল করা ঠিক না। সরকারি জায়গা হলে তা এক সময় উচ্ছেদ হবেই। জনস্বার্থে এমন অভিযানকে সাধুবাদ জানাই।

তবে ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়া বলেন, প্রায় ৩০ বছর ধরে এখানে ব্যবসা করে সংসার চালাচ্ছি। নিয়মিত খাজনাও দিয়ে আসছি। কিন্তু আজকে জানতে পারলাম তা রেলের জায়গা। জায়গাটি নিজের মনে করে মালামাল সরাইনি। কিন্তু ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ বলেন, রেলের জায়গা একটি প্রভাবশালী মহল যুগ যুগ ধরে তাদের দখলে নিয়ে ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়েছে। আমি মন্ত্রণালয়ের নির্দেশ নিয়ে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও রেলওয়ে পুলিশ সহযোগিতা করে।##

মতিউল আলম

সাম্প্রতিক