মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম প্রকল্পে কর্মরতদের বকেয়া বেতন ভাতাসহ ৫ দফা দাবীতে ময়মনসিংহ ডিসির কাছে স্মারকলিপি পেশ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

জানুযারি-২০২৫ থেকে হতে বকেয়া বেতন-ভাতা সহ “নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম (৮ম) পযায়ে ’’ শীর্ষক প্রকল্প অনুমোদন এবং এবং প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলকে রাজস্বকরণ সহ ৫ দফা দাবীতে ময়মনসিংহ জেলা প্রশাসকেব মাধ্যামে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে এবং মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম প্রকল্পের শিক্ষক -কেয়ারটেকার , কর্মকর্তা -কর্মচারী কল্যাণ পরিষদ । শনিবার সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন মোঃ মাহফুজুল হক ‍হিলু, মোঃ নাহিদ রেজা , ফরিদ আহামেদ, মোঃ ইসমাইল খান, শহীদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা ঈদুল আযহার পুর্বে বকেয়া পরিশোধসহ রাজস্বখাতে স্থানান্তরের দাবী জানান। ##

মতিউল আলম