স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আগামী ২৫ থেকে ২৭ মে পযন্ত ৩দিন ব্যাপী ময়মনসিংহে বিভাগ, ৪ জেলা এবং প্রতিটি উপজেলায় ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে। মেলায় সহজে ভুমিসংক্রান্ত সকল সেবা পেতে প্রতিটি বিষয়ে বিস্তারিত জানতে পারবে ভুমির মালিকগণ। আজ ২২ মে’২০২৫ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
মেলায় খতিয়ান, নামজারি, ভুমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা করা হবে। তিনি আরো জানান, ভুমি বিষয়ে সহজপাঠ্য একটি স্বয়ংসম্পুর্ণ বুকলেট “ভুমি আমার ঠিকানা” পাওযা যাবে। সম্মেলনে তিনি একটি সুখবর জানান, চলতি মাসের মধ্যেই দেশের ৮টি বিভাগের ৮টি জেলার শতাধিক ভুমি সেবা সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহ জেলায় এলইএসসি স্থাপনার কাযক্রম অনেক এগিয়ে গেছে। এটি স্থাপিত হলে নির্ধারিত ফি জমা দিয়ে বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারসহ রাজস্ব বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ##
মতিউল আলম