ত্রিশালে পানি নিষ্কাশনের অভাবে রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা ও এলাকাবাসী

ত্রিশালে পানি নিষ্কাশনের অভাবে রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা ও এলাকাবাসী

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম ত্রিশাল   (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী-জয়দা ভায়া সরকারবাড়ি সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে পার্শ্ববর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটারজুড়ে রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে। রাস্তার একপাশে বাড়ির আঙিনা, অন্যপাশে ফিসারির পাড় ফলে স্বাভাবিকভাবে পানি বের হওয়ার কোনো পথ নেই। স্থানীয়রা জানান, অল্প বৃষ্টি হলেই রাস্তার পানি পাশের বাড়িঘরে গড়িয়ে পড়ে। কাদা পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহন চলা বন্ধ হয়ে যায়, আর পথচারীদেরও নেমে যেতে হয় কাদার মধ্যে।
বিশেষ করে অলহরী জয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ছে সবচেয়ে বেশি বিপাকে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লাইজু আক্তার বলেছে, আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তা প্যাক, কাদা আর পানিতে ভরা। পা পিছলে পড়ে গেলে ওইদিন স্কুলে যেতে পারি না। সরকার যদি রাস্তাটা পাকাকরণ করে, আমাদের কষ্ট অনেক কমবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আর্নিয়া তাসরিন আনিকা বলেছে, ‘রাস্তার দুইপাশেই পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সব পানি রাস্তায় জমে থাকে। স্কুলে যেতে অনেক অসুবিধা হয়, ইউনিফর্মে কাদা লেগে যায়। আমাদের সরকারের কাছে দাবি, রাস্তাটা যেনো দ্রুত সংস্কার করা হয়।
স্থানীয় অটোরিকশা চালক চান মিয়া বলেন, ‘আমরা প্রতিদিন গাড়ি নিয়ে সমস্যায় পড়ি। মাঝেমধ্যে গাড়ি কাদায় আটকে গেলে রাত-বিরাতে মানুষকে ডাকতে হয়, তারা রাগ করে। আত্মীয়-স্বজন আসলে লজ্জা পাই। এই রাস্তাটা ঠিক হলে আমাদের অনেক উপকার হবে।
জয়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, এখানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু শিক্ষার্থী প্রতিদিন চলাচল করে। কর্দমাক্ত রাস্তায় তাদের বই, খাতা, জামাকাপড় ভিজে যায়, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি, জলাবদ্ধতা দূর করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসন করে রাস্তাটি পাকা করা হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।