স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে থাকা মানিক লাল রবিদাস (৭০) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।মানিক লাল রবিদাস জেলার ভালুকা উপজেলার চাঁন্দাব গ্রামের মৃত লালুয়া রবি দাসের ছেলে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিক লাল রবিদাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০১৮ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। এর আগে তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। তাকে কারাগারে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিলো। গত ১৮ মে গুরুতর অসুস্থ হলে ঐদিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।###
মতিউল আলম