আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আজহা

আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আজহা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আজহা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা যায়।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এই হিসেবে, আগামী ৬ই জুন পালিত হবে পবিত্র হজের দিন (আরাফাতের দিন)। আর পরদিন ৭ই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশজুড়ে।