শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনের অংশটি এখন এক বিভীষিকাময় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকির কেন্দ্রবিন্দু। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ত মহাসড়ক পার হন। ফলে স্থানীয়দের প্রাণের দাবি হয়ে উঠেছে অবিলম্বে এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা।
ত্রিশাল সরকারি নজরুল কলেজের সামনে একটি ফুট ওভারব্রিজ থাকলেও বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে, বিশেষ করে সাব-রেজিস্ট্রি অফিসের সামনের অংশে কোনো ওভারব্রিজ নেই। ফলে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের মুসল্লি, শিক্ষার্থী ও হাজার হাজার সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।
মহাসড়কের মাদানী সিএনজি পাম্প থেকে মতিন এমপির বাড়ি পর্যন্ত রোড ডিভাইডারে থাকা উঁচু লোহার বেড়ার কারণে পূর্ব পাশ থেকে পশ্চিমে (সাব-রেজিস্ট্রি অফিস, মসজিদ, স্কুল, বাজার) যেতে হলে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এ ছাড়া দ্রুতগতির যানবাহনের কারণে পারাপার সবসময়ই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য।
স্থানীয়দের ভাষ্যমতে, একসময় সাব-রেজিস্ট্রি অফিসের সামনের অংশে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছুটা কাজও এগিয়েছিল, কিন্তু হঠাৎ অজানা কারণে সেটি বন্ধ হয়ে যায়। সেই অসমাপ্ত উদ্যোগ স্থানীয়দের মনে আজও হতাশার ছাপ ফেলে রেখেছে। তারা সরকারের কাছে পুনরায় দাবি তুলেছেন অবিলম্বে প্রকল্পটি বাস্তবে রূপ দিতে হবে।
নিরাপদ চলাচলের জন্য ফুট ওভারব্রিজ অপরিহার্য।মসজিদের মুসল্লিরা জানান, নামাজে যাওয়া-আসার সময় তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, কারণ মহাসড়ক পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। শিক্ষার্থী ও সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত একই দুর্ভোগের শিকার।
সচেতন মহলের মতে, ফুট ওভারব্রিজ নির্মাণ হলে কেবল পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে এবং যানজটও কমানো সম্ভব হবে।
ত্রিশালের জনগণ স্থানীয় প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আবেদন জানিয়েছেন অতি দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা করতে হবে। এ দাবি শুধু সময়ের দাবি নয়, এটি হাজারো মানুষের প্রাণ বাঁচানোর দাবি।
এই প্রতিশ্রুতি পূরণ হলে ত্রিশালের মানুষ নিরাপদ, স্বস্তির এবং সম্মানজনক জীবনযাত্রা উপভোগ করতে পারবে, আর একটি দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।