স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে আজ শুক্রবার সন্ধ্যায় ,, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান,, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলা, মহানগর ও বাকৃবি জিয়া পরিষদ এই আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড, জিকেএম মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড, মোঃ এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব খন্দকার শফিকুল হাসান রতন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জিয়া পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড, মোঃ আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক প্রফেসর ড, শামসুল আলম ভূইয়া, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এস কে আলম।