স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ভুয়া ভিসা এবং ভুয়া বিমান টিকিট দিয়ে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪্ । আজ শুক্রবার (৩০ মে) সকালে নগরীর আকুয়া বাইপাস র্যাব-১৪ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব -১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন টেকনোপাড়া থেকে শফিকুল ইসলাম নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারক শফিকুল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুই ব্যক্তির কাছ থেকে সৌদি পাঠানোর কথা বলে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে পাঠানো হয়নি। এব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারককে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, প্রতারক শফিক তাদের বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে দুজনের কাছ থেকে তাদের পাসপোর্টসহ মোট ১২ লাখ ১০ হাজার টাকা নেয়। পরে তাদেরকে বিদেশ যাওয়ার জন্য ভুয়া ভিসা এবং টিকিট দিয়ে এয়ারপোর্টে পাঠায়। তারা সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে শফিকুল তাদেরকে যেই বিমান টিকেট ও ভিসা দিয়েছে তা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ যেতে ব্যর্থ হয়। এই ঘটনার পর তারা শফিকুলের কাছে টাকা ফেরত চাইলে শফিকুল তাদের হুমকি দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত দিবে না বলে জানায়।
এমন পরিস্থিতে ভুক্তভোগী দুইজন মো. আব্দুল গণি ও মো. নাজমুল হক মিলে র্যাব-১৪ ময়মনসিংহ বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক শফিকুলকে গ্রেপ্তার করে র্যাব।
এছাড়াও প্রতারক শফিকুলের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে মানবপাচারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।##