পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত নদী খননে ধসে পড়ল আয়মন নদীর ব্রীজ

পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত নদী খননে ধসে পড়ল আয়মন নদীর ব্রীজ

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছায় অপরিকল্পিত নদী খনন ও টানা বৃষ্টিতে আয়মন নদীর ওপর নির্মিত গহুর মোল্লার ব্রিজ ধসে পড়েছে। এতে দুইপাড়ের মানুষের যোগাযোগ বন্ধ গেছে। স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত নদী খননের কারণে ধসে পড়েছে আয়মন নদীর ব্রীজ।

শুক্রবার (৩০ মে) সকাল ১০ টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামে আয়মন নদীর উপর নির্মিত গহুর মোল্লার ব্রীজ ধসে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ব্রীজটি ২০০১ সালের দিকে আয়মন নদীর ওপর নির্মান করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি ব্রিজটি সংরক্ষণ না করেই অপরিকল্পিতভাবে আয়মন নদীর খনন কাজ করেন পানি উন্নয়ন বোর্ড। ফলে ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ে। যার ফলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানির স্রোতে নিমিষেই ব্রিজ ভেঙে পড়ে। দ্রুত ব্রিজটি পুঃনির্মাণ না করা গেলে দুই পাড়ের হাজার হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এই ব্রিজটি দিয়ে পলশার স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের চলাচল। হঠাৎ করে সকালে ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল বন্ধ রয়েছে। আমরা ভোগান্তির মধ্যে পড়েছি।

তোতা মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ব্রিজটি পলশা গহুর মোল্লা ব্রিজ নামে পরিচিত। অপরিকল্পিত ভাবে আয়মন নদী খননের কারণেই ব্রিজ চোখের সামনে ভেঙে পড়তে দেখলাম। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের ভোগান্তি ইতিমধ্যে শুরু হয়েছে।

সামনে ঈদ ব্রিজটি ভেঙে পড়ায় পণ্য পরিবহণে সমস্যা হচ্ছে জানিয়ে আজহারুল ইসলাম বলেন, কয়েক গ্রামের মানুষের দাবির প্রেক্ষিতে আয়মন নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটির কারণে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিক ভাবে অনেকটাই স্বাবলম্বী। হঠাৎ করে ব্রিজটি ভেঙে যাওয়ায় আমাদের মাথায় হাত পড়েছে। দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানাচ্ছি।

মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ব্রিজটি আমরাই নির্মাণ করেছিলাম। কিন্তু পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত ভাবে নদী খনন করার কারণে ব্রিজটি ভেঙে গেছে। মানুষের দুর্ভোগ কমাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাশের সাঁকো নির্মাণ করে দেয়া হবে। পরে পুনরায় ব্রিজটি করার জন্য মন্ত্রণালয় বরাবর আবেদন করব।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ব্রিজটি ভেঙে পড়েছে শুনেছি।ব্রিজটি পরিদর্শনে যাওয়ার কথা ভাবছি, কিন্তু টানা বৃষ্টিতে এখনো যেতে পারিনি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, আমরা নদ খনন করার পূর্বে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি, ব্রিজ সংরক্ষণ করার জন্য। ব্রিজের দুইপাশে ৩০ মিটারের মধ্যে আমরা কোন খনন কাজ করিনি। এখন যদি ব্রিজ ভেঙে পড়ে তাহলে দায় কেন আমরা নেব।

এনায়েতুর রহমান