স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আধুনিক রাষ্ট্রের স্থপতির নাম শহীদ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যে লড়াই যে আন্দোলন, সে লড়াই শেষ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে আজ শুক্রবার সন্ধ্যায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য একথা বলেন তিনি।
ময়মনসিংহ জেলা, মহানগর ও বাকৃবি জিয়া পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নিয়ে উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার জীবন দর্শন, কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি তার কৃষি ,পররাষ্ট্র নীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যে তার অবদান তুলে ধরেন আলোচকরা।
সেইসাথে তার ১৯ দফা সংস্কার বাস্তবায়নে কাজ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।
বিশেষ অতিথি থাকবেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড, জিকেএম মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড, মোঃ এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব খন্দকার শফিকুল হাসান রতন, প্রফেসর ড, শাহজাহান । জিয়া পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটনের সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড, মোঃ আবদুল কুদ্দুছ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এস কে আলম প্রমুখ।##
মতিউল আলম