জিয়াউর রহমান জাতিকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন-মাজেদ বাবু

জিয়াউর রহমান জাতিকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন-মাজেদ বাবু

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি বাংলাদেশের ইতিহাসে এক সাহসী, দূরদর্শী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সংঘবদ্ধ করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসার পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন। জিয়াউর রহমান জাতিকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার পথে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি ছিলেন মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রমী। আজ তাঁর এই আদর্শ ও অবদানের কথা স্মরণ করে আমরা শপথ নেই জাতীয় স্বার্থে, গণতন্ত্রের পক্ষে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি’র সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।##