পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর একটার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের আবদুল লতিফের মেয়ে ইসরাত জাহান লিজা (৫) ও শরীফ তরফদারের ছেলে মো. মিরাজ হাসান তরফদার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে পরিবারের অজান্তে পুকুরের কিনারায় যতসামান্য পানিতে গোসল করছিল ওই দুই শিশু। একপর্যায়ে দুইজনই বেশি পানিতে চলে যায়। কিছুক্ষণ পর তাদের পরিবারের লোকজন খুঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় শিশুদের ভাসতে দেখে। এমতাবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, খবর পেয়ে দুই শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।