বাংলাদেশ পরমানু কৃষি গবেষনায় ফসলের ৭ নতুন জাত উদ্ভাবন

বাংলাদেশ পরমানু কৃষি গবেষনায় ফসলের ৭ নতুন জাত উদ্ভাবন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বাংলাদেশ পরমানু কৃষি ইন্সটিটিউটের (বিনা) মাধমে বিজ্ঞানীদের গবেষনায় ফসলের ৭টি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। সেই সঙ্গে ভৌগলিক আবহাওয়া ও জলবায়ু সঙ্গে মিল রেখে আরও ৪টি নতুন জাতের ধান উদ্ভাবন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞানীরা।

রোববার (২ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

নতুন জাতের ফসলের মধ্যে রয়েছে- উপকারি ফল সফেদা, বিনা সরিষা-১২, বিনা তিল- ৫ এবং ৬, বিনা কালোজিরা-১, বিনা মসুরী- ৫, বিনা খেসাড়ি- ৩।

প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক (পিডি) ড. মো: মাহবুবুল আলম তরফদার কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, দীর্ঘ গবেষনা কার্যক্রমের মাধ্যমে বিনার বিজ্ঞানীরা সম্প্রতি ৭টি নতুন জাতের ফসল উদ্ভাবন করেছেন। সেই সঙ্গে আরও ৪টি নতুন জাতের ধান উদ্ভাবন প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব দ্রুত সেগুলো কৃষকদের জন্য উন্মোক্ত করা হবে। এছাড়াও উদ্ভাবিত এসব ফসলের জাত ও প্রযুক্তি বিনা উপকেন্দ্রের মাধ্যমে সাধারন কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরীক্ষালব্ধ ফলাফল বিষয়ক এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবু জুবায়ের হোসেন বাবলু।

এ সময় বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্টতব্য রাখেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. শরিফুল হক ভূঞা, পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, বিনার পরিচালনা পর্ষদের সদস্য মো: শফিকুল আলম।

মতিউল আলম