ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ি ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফারুখ আহমেদ ত্রিশাল থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বাগান গ্রামের ফারুখ আহমেদের সঙ্গে প্রতিবেশী আঃ রাজ্জাক গংদের জমির সীমা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে আঃ রাজ্জাকের লোকজন ফারুখের ভোগদখলকৃত জমিতে প্রবেশ করে বসতঘর ভাংচুর ও মালামাল নষ্ট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ও টাকা-পয়সা লুট করে। স্থানীয়রাও জানান, জমি নিয়ে একাধিকবার শালিস হলেও মিমাংসা হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মনসুর আহমদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।