নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলার বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) একেএম শামছুল ইসলাম সূর্য দলের কেন্দ্রীয় কর্মসূচির সবুজ বিপ্লব কর্মসুচি উপলক্ষে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা রোপণ করার ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ সোমবার উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় দলের নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়েছেন। এ সময় গাছগুলো পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যত্ন নেয়ার জন্য নেতা কর্মীদের তাগিদ দেন।নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা ভূমি অফিস সংলগ্ন মায়াবন পার্কে বেশ কয়েকটি ফলদ গাছের ক চারা রোপণ করেন। বৃহৎ রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।###