ধোবাউড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ধোবাউড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম বিচার দাবিতে সংবাদ সম্মেলন

BMTV Desk No Comments

ধোবাউড়া   উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত সোমাবার দিবাগত রাতে উপজেলা দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্থার উপর দুর্বৃত্তরা থাকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা থাকে উদ্বার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় দোষীদের বিচার দাবিতে বুধবার দুপুরে ধোবাউড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একদল দুষ্কৃতিকারী উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয় বরং গণতন্ত্র , মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের উপর বর্বর নগ্ন আঘাত। এ ধরনের ন্যাক্কার জনক সন্ত্রাসী কর্মকান্ড একটি সুস্থ সমাজব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির জন্য কাম্য নয় বরং হুমকিসরুপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হামলার ঘটনায় জালাল উদ্দিনের ছোট ভাই বেলাল হোসেন বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।