ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিযা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) বিকেলে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই কর্মী সম্মেলন করা হয়। দীর্ঘদিন পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিলো। এদিকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই ইউনিয়ন কমিটি গঠন ও সাংগঠনিক কাজ তৎপর হয়ে উঠে। এরই মাঝে পবিত্র ঈদুল আযহার পূর্বে উপজেলার ৫টি ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে প্রার্থীরা তাদের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন। এভাবেই ১১টি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করা হবে জানান বিএনপি নেতারা।
সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন,আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু প্রমুখ।