স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধোবাউড়া উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন জালালকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন ।তিনি জানান, ধোবাউড়া উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিনের ওপর হামলাকারী ১ জন আজ আটক হয়েছে । মূল হামলাকারীরা এখনও আটক হয় নাই ।
এসময় ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন । ডা. সাইফুল ইসলাম চিকিৎসাধীন জালালের চিকিৎসার রেকর্ডপত্র দেখেন এবং আশংকামুক্ত বলে জানান । তবে আরো কিছুদিন জালালের বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন আছে বলে জানান ।
উল্লেখ্য , ঈদের তৃতীয়দিন ৯ জুন সোমবার ধোবাউড়ায় এমরান সালেহ প্রিন্স এর ঈদ পুনর্মিলনী শেষে নিজ বাড়ী ফেরার পথে পুড়াকান্দুলিয়া ইউনিয়ণের দুধনই বাজারে একদল দুষ্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে আকস্মিক ভাবে জালাল উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাত্র নেতা জালালের ওপর হালার খবর শুনে ১০ জুন মঙ্গলবার রাতে ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীনকে হাসপাতালে দেখতে যান । এর আগে মঙ্গলবার দুপুরে তিনি ধোবাউড়া উপজেলা বিএনপি ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হয়ে ছাত্র দল নেতা জালালের ওপর হামলার বিস্তারিত অবহিত হন এবং নেতৃবৃন্দসহ ধোবাউড়া থানার গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এই নৃশস ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।
আজ বৃহস্পতিবার জালালকে পুনরায় দেখতে এসে এখন পর্যন্ত হামলাকারী আটক না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন ধোবাউড়া উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিনের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে । তিনি আসামী গ্রেফতারে অভিযান জোরদার করতে পুলিশের প্রতি আহবান জানান ।