স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ মেডিকেলে করোনা রোগীদের জন্য ৪০ শয্যার আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। এদিকে, করোনা সংক্রমণরোধে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করলে সহজেই করোনা মোকাবিলা করা সম্ভব।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আট তলায় চালু করা হয়েছে ৪০ শয্যার করোনা আইসোলেটেড ওয়ার্ড। সেখানে করোনা আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন। তবে, এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে মোট ৫ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা নিজ বাড়িতে আছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সেলিম বলেন, করোনা মোকাবিলায় ৪০ শয্যার আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। গত শুক্রবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটার মধ্যে একজন করোনা পজিটিভ হলে তাকে ভর্তি করা হয়। এছাড়াও গত কয়েক দিনে ৫ জনের শরীরে করোনা উপসর্গ পাওয়ায় তাদের হোম কোয়ান্টামে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ র্যাপিড অ্যান্টিজেন কিট রয়েছে, তাতে মাত্র ৩০০ জনের পরীক্ষা করা সম্ভব। কিটের চাহিদা ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু পিসিআর ছাড়া কোভিডের শতভাগ নির্ভরযোগ্য শনাক্তকরণ সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তরকে কিট সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে একজন রোগী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। করোনার দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মতো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। কোভিড ওয়ার্ড প্রস্তুত রয়েছে, স্টাফদের ব্রিফিং দেওয়া হয়েছে, এমনকি এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে বৈঠকও সম্পন্ন হয়েছে। নতুন ভ্যারিয়েন্টে যে কেউ আক্রান্ত হতে পারে। তাই সবার মাস্ক পরতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় দূরত্ব বজায় রাখতে হবে।
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, করোনা ব্যাপকহারে সংক্রমণের আশঙ্কা না থাকলেও কিট সংরক্ষণ করা আছে। ময়মনসিংহ মেডিকেলে তিনটি পিসিআর ল্যাব প্রস্তুত রাখা হয়েছে।
হাসপাতালে রোগীর স্বজনদের ভিড় না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করার তাই করতে হবে। শুধু মাস্ক পরলে ৯৯ ভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। জনসমাগম এড়িয়ে চলা। যাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ দেখা যাবে তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে মাইকিং করা হচ্ছে।##
মতিউল আলম