ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে আন্দোলনে মালিকরা, স্মারকলিপি

ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে আন্দোলনে মালিকরা, স্মারকলিপি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ক্লিনিক মালিকের কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে সোমবার দুপুরে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার নেতারা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় ক্লিনিক মালিকরা জানান, চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় মানববন্ধন এবং পরবর্তীতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে।স্মারকলিপি প্রদান শেষে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।”

জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে ক্লিনিক মালিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন।

শনিবার নগরের বাঘমারা এলাকা শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে হামলা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।
হারুন অর রশিদের অভিযোগ, স্থানীয় মো. আতিকের (৩৬) নেতৃত্বে এই হামলা হয়েছে। ‘সালামির’ নামে দাবি করা চাঁদা না দেওয়ায় হামলা করে তাকে মারধর করা হয়।

তবে মো. আতিক (৩৬) অভিযোগ অস্বীকার করেছেন।