মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আগামী ২০জুন ময়মনসিংহে সফর আসছেন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আগামী ২০জুন ময়মনসিংহে সফর আসছেন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আগামী ২০ ও ২১ জুন ২০২৫ তারিখে ময়মনসিংহ সফর আসছেন। সফর কর্মসূচিতে রয়েছে শুরুতে ২০ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে পৌঁছাবেন ও সেখানে অবস্থান করবেন।
২১ জুন (শনিবার) সকাল ৯:০০ থেকে ১১:০০ পর্যন্ত তিনি ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহের গবেষণা কার্যক্রম এবং গবেষণাগার পরিদর্শন করবেন। এরপর সকাল ১১ টায় বিএফআরআই অডিটোরিয়ামে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৪/২৫ অর্থবছর) এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন (২০২৫/২৬ অর্থবছর) শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ###