সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে  থাকবে না পোস্টার- নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার- নির্বাচন কমিশন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

নির্বাচনী প্রচারণায় নতুন করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বেলা সোয়া ১১টায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।