ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হন বেশ কয়েকজন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন স্থানে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে  ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।তারা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৮)। অন্যান্য হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজের কাছে একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়  কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনেশুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে  অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশার চালক মোহাম্মদ আলম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।নিহত মোহাম্মদ আলম ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর প্রথমে সিএনজিচালিত অটোরিকশার চালক ছাড়াও আরও তিন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর অ্যাম্বুল্যান্সের হেলপারসহ আরেকজনকে নিয়ে আসা হলে তাদেরকেও ভর্তি করা হয়েছে। বর্তমান আহত অবস্থায় পাঁচজন সার্জারি ও অর্থোপডিক্স ওয়ার্ডে ভর্তি রয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, প্রথমে আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে জানতে পারলেও পরে ছয় জনের কথা জেনেছি। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, অ্যাম্বুল্যান্সটি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গাড়িতে কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।###

মতিউল আলম