মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর মেজর জেনারেল অবঃ আব্দুস সালামের মেয়ে সহ ৩৭ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে নান্দাইল মডেল থানায়।
জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় সাবেক আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়াহিদা হোসেন রূপাকে সাবেক মন্ত্রীর উপদেষ্টা হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।
রুজুকৃত মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউপি চেয়ারম্যানের নাম রয়েছে।
নান্দাইল মডেল থানার একটি সূত্র ও প্রাথমিক তথ্য বিবরণীতে জানা যায়, ১৮ জুন বুধবার গভীর রাতে মামলাটি রুজু করা হয়।অভিযুক্তদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মাহাবুব আলম সহ সাতজন নেতাকর্মী ও সমর্থককে ঘটনাস্থল এবং ধাওয়া দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী নান্দাইল মডেল থানা পুলিশের এসআই মো. আবদুল হামিদ মিয়া।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসা মাঠে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।
বাকি অভিযুক্তরা পালিয়ে যান।
মামলায় আসামি তিন ইউপি চেয়ারম্যান হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ###