ত্রিশালে ৫লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ত্রিশালে ৫লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৮৮ হাজার ৫০০ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। সামালের মোড় সংলগ্ন নওশের আলীর হাফ বিল্ডিং ঘরে অভিযান চালিয়ে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-৩২, তারিখ: ২৩.০৬.২০২৫) রুজু করা হয়েছে।

ওসি মনসুর আহাম্মদ জানান, মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশাল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।