সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় আটক ১

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় আটক ১

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
রাজধানীর উত্তরায় ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ওই ব্যক্তির নাম হানিফ মিয়া।সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বি সিদ্দিক বলেন, ‘হানিফ মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ‘মব’ তৈরি করে কিছু লোক। এরপর তাকে একটি জুতার মালা পরিয়ে দেয়া হয়। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। নূরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। হেনস্তার পর নূরুল হুদাকে পুলিশে দেয়া হয়।