স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন “এক কাউয়া পালিয়েছে, এখন নতুন কাউয়ারা এসেছে”। বিএনপি বিরোধিতাকে উদ্দেশ্যপ্রণোদিত ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়ে, “কতিপয় দলের নেতার মুখে আজ আওয়ামী লীগের বুলি শোনা যাচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষা ও ক্ষমতার লোভে তারা বিএনপির বিরুদ্ধাচরণ করছে, অথচ অতীতে তারা ছিল বিএনপির ছত্রছায়ায়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের সঙ্গে প্রতারণা করে, ইতিহাস বিকৃত করে, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যারা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চায়, তারা জনরোষ থেকে রেহাই পাবে না।”
আজ বুধবার বিকেলে হালুয়াঘাট উপেজলার গাজিরভিটা ইউনয়ন বিএনপির কর্মীসমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান মিজান, মোনায়েম হোসেন খান, কসিম উদ্দিন জোয়ারদার, রফিকুল ইসলাম, ওসমান জোয়ারদার, সুলতান উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সুরুজ্জামান সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ।
তিনি আরও বলেন, “দেশের মানুষ জানে বিএনপি জনগণের দল। ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তখন বিএনপি প্রতিশ্রুতি রক্ষার লড়াই করবে—জনগণের স্বপ্ন পূরণের জন্য।”
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, “ত্যাগী, সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান কর্মী ছাড়া বিএনপির ভবিষ্যৎ অঙ্কন সম্ভব নয়। ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন, এখন থেকেই ধানের শীষের প্রচারণা শুরু করুন।”
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কোনোভাবে যেন বিএনপির গায়ে কলঙ্কের ছিটেফোঁটাও না লাগে। অপপ্রচারের জবাব দিতে হবে সততা ও কর্মকৌশলের মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে হবে।”
যারা বলে তারা ছাড় দিলে বিএনপি ৫০/১০০ পেতে পরে , তাদের উদ্দেশ্যে বলি, স্বপ্নে ঘি খেলে বদহজম হবে । বিএনপিকে যারা অহেতুক অবমুল্যায়ন করতে চান জনগণ তাদের সমুচিত জবাব দেবে । বিগত ১৫ বছর আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের পার্টনার হয়ে পতিত ফ্যসিবাদকে বাতাস দিতে একটি দল বিএনপির বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিচ্ছে । অপর একটি দল এতোদিন বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও এখন ক্ষমতার লোভে তারাও আকাশ কুসুম কল্পনায় বিভোর ।
ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব নিবে । সরকার গঠন করে জন আকাঙ্ক্ষা ও জনগণের কাছে প্রদত্ত অংগীকার বাস্তবায়নে বিএনপিকে কাজ করতে হবে । এজন্য প্রয়োজন সৎ , ত্যাগী,নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মী ।
নেতাকর্মীদের গায়ে কলংকের কালি যেনো না লাগে । কেউ যাতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করতে পরে সে দিকে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে । জনগণের মন জয় করতে হবে , জনগণের আস্থা ও সমর্থন অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে । ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করতে হবে । “