স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানা মূলে নিষিদ্ধ ঘোষিত আওয়া্মীলীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীসহ মোট ২৮ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, এসআই কুমোদ লাল দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাটগুদাম, দুল দুল ক্যাম্প থেকে সুমন সরকার (৪০), পিতা-সুনীল সরকার, রোমান মিয়া (৩৪) মোঃ সোহাগ (৪৫), ,কেওয়াটখালীর আজিজুল হক (৫০)কে গ্রেফতার করে নন-এফআইআর নং-১৪৩, তারিখ-২১ জুন, ২০২৫; ধারা-১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই আনিসুর রহমান আসামী মহারাজা রোডের মোঃ রায়হান তানজিল ওরফে বাবু (৩৮)কে গ্রেফতার পূর্বক ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৩, তারিখ- ২৬ জুন, ২০২৫; জি আর নং-৫৬৩, তারিখ- ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই আনিসুর রহমান বাকৃবি শেষ মোড় (জামতলা) আসামী মোঃ জসিম উদ্দিন (৪০)কে গ্রেফতার পূর্বক ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬২, তারিখ- ১৯ জুন, ২০২৫; জি আর নং-৫৪২, তারিখ- ১৯ জুন, ২০২৫; ধারা- 143/447/323/326/307/506(2) The Penal Code, 1860; মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৭, তারিখ- ২৬ জুন, ২০২৫; ধারা- ৬/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর এজাহার নামীয় আসামী সাবেক স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি, মনোয়ার হোসেন খান মিনার (৪৪) সাং-বাঘবেড়, থানা-ধোবাউড়া-ময়মনসিংহ, এ/পি-৫নং কলেজ রোড, থানা- কোতোয়ালী-ময়মনসিংহকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই মোঃ বিশ্বজিত সূত্রধর ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-১৯/০৬/২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860;মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী কেওয়াটখালীর শরীফুল ইসলাম মিতুল (২৮), সুমন মিয়া (২৬), চর রঘুরামপুরের সাদ্দাম মিয়া (২১)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই সজীব কোচ ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং- ৪৯, তারিখ- ১৬ জুন, ২০২৫; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী কাচারী ঘাটের দেলোয়ার হোসেন (২৮), পাটগুদাম বেরীবাধ, এলাকার শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২৫), পারাইল পরাণগঞ্জ বাজার সংলগ্ন এলাকার হৃদয় মিয়া (২২), সাং-, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই মাকসুমুল হাসান খালিদ ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার , এফআইআর নং-৭০, তারিখ- ২২ জুন, ২০২৫; জি আর নং-৫৫০, তারিখ- ২২ জুন, ২০২৫; ধারা- 379 The Penal Code, 1860; এর তদন্তে সন্ধিগ্ধ আসামী আব্দুল্লাপুরের আনোয়ার হোসেন (৩২), পিতা-মৃত আজিম উদ্দিন,কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই মাজহারুল ইসলাম ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৬, তারিখ- ২৬ জুন, ২০২৫; জি আর নং-৫৬৬, তারিখ- ২৬ জুন, ২০২৫;। এজাহারনামীয় আসামী মাসকান্দা গনসার মোড়ের আমিনুল @ আমিরুল (২১), পাড়াইল চৌরাস্তা ঘাগড়ার (হাবিবের বাড়ী),হাসান (১৯),উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’দের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই সজীব কোচ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১, তারিখঃ ২৬/০৬/২০২৫ ইং, ধারাঃ ৪১৯/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪০৬/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী চর দুর্গাপুর, চর খরিচার মোঃ হানিফ (৫৫), মোঃ আব্দুল মান্নান (৪৬), মোছাঃ ছালেহা খাতুন (৪৬), মোছাঃ জহুরা খাতুন (৭০)কে, থানা-কোতোয়ালী, -ফুলপুর,মালিডাঙ্গার জামিনা খাতুন (৫০), স্বামী-শামছুল হক, মোছাঃ রাশিদা (৫০), স্বামী-আব্দুল মান্নান, ময়মনসিংহে’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এসআই জসীম উদ্দীন ময়মনসিংহ সদর থানার এফআই আর নং-৮৮, তারিখ-২৬/০৬/২০২৫; ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)এর এজাহার নামীয় আসামী পাটগুদাম মদের ডিপো রেলওয়ে কলোনীর চিনু মিয়া (৪৫), মোঃ ফরহাদ (৩৫), সাং-১০৫/১ পাটগুদাম, আটানী পুকুরপাড়, ভাটিকাশর বড়বাড়ীর উজ্জল সরকার (৪৫), কৃষ্টপুর আদর্শ কলোনীর রানা (৩০), পিতা-মৃত আব্দুস সামাদ, জেলা-ময়মনসিংহ’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
পরোয়ানা মূলে গ্রেফতার-এসআই আল আমিন ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৪০/১৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৪; জি আর নং-১৪৬/১৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৪; সময়- ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; এর পরোয়ানা মূলে আসামী রানা (৩১), পিতা-সামাদ, স্থায়ী : গ্রাম-কৃষ্টপুর (কৃষ্টপুর আদর্শ কলোনী ) কোতোয়ালী -ময়মনসিংহকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এএসআই মাহমুদুল হাসান ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,সিআর নং- ১৩৩৩/২৩, তারিখ- ১২ মে, ২০২৪; বড়বিলা (বড়বিলারপাড়, পো: চুরখাই) মোছাঃ শারমিনা আক্তার (), কোতোয়ালী -ময়মনসিংহ, বাংলাদেশ এর পরোয়ানা মূলে আসামী মোছাঃ শারমিনা আক্তার (), কোতোয়ালী ময়মনসিংহ কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
###
মতিউল আলম