স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর একাধিক মামলার তিন আসামি গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ঈশ্বরগঞ্জে সংঘটিত শিশু বলাৎকার, গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত তিনটি পৃথক মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। শনিবার দুুপুরে র্যাব-১৪ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিকে অবস্থানরত এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মাহাদী হাসান (২১) কে শনিবার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুক্তাগাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দিনে, ঈশ্বরগঞ্জ থানার গণধর্ষণ মামলার আসামি মোঃ কাউসার মিয়া (২৪) কে গ্রেফতার করে র্যাব। জানা যায়, গত ২৫ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে ফুসলিয়ে অটোরিকশায় তুলে নিয়ে একটি খালি দোকানে নিয়ে ধর্ষণ করে হুমায়ুন ও কাউসার নামের দুই যুবক।
অপরদিকে, ত্রিশালের বালিপাড়া এলাকায় ইটভাটায় শ্রমিকের সঙ্গে টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে ঘটে হত্যাকাণ্ড। গত ২৫ জুন সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ভাটা শ্রমিক নুর মোহাম্মদ (২৪)কে হত্যা করে ডোবায় ফেলে দেয়। এই ঘটনার আসামী মোঃ সাদেক মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান মিডিয়া অফিসার নাজমুল ইসলাম।
এনায়েতুর রহমান