অধ্যক্ষকে না জানিয়ে ৩১ শিক্ষার্থীর ফরম পূরণ ॥ শিক্ষককে শোকজ

অধ্যক্ষকে না জানিয়ে ৩১ শিক্ষার্থীর ফরম পূরণ ॥ শিক্ষককে শোকজ

BMTV Desk No Comments

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে মুসুল্লি ডিগ্রি কলেজে অধ্যক্ষকে না জানিয়ে ৩১ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করার অভিযোগ উঠেছে ঐ কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা শুরুর মাত্র দুদিন আগে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে এলে বিষয়টি জানাজানি হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩১ জন শিক্ষার্থীর ফরম পূরণের কাজটি গোপনে সম্পন্ন করেন ওই শাখারই শিক্ষক মমতাজ উদ্দিন মুকুুল। তবে তাদের ফরম পূরণের কোনো তথ্যই কলেজ কর্তৃপক্ষের রেকর্ডে নেই। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মানবিক দিক বিবেচনা করে অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট করে দিলে তারা পরীক্ষায় অংশ গ্ৰহন করার সুযোগ পায়।

মুসুল্লি কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানান, ২০২৪-২৫ শিক্ষা বর্ষে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মিলিয়ে ৩২৩ জন এবং কারিগরি শাখা (বিএমটি) থেকে ১৪৮ জন পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে, যাদের সব তথ্য কলেজে সংরক্ষিত আছে। কিন্তু ৩১ জন পরীক্ষার্থীর বিষয়টি জানানো হয়নি ফলে রহস্য তৈরি হয়েছে।” এ বিষয়ে শনিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া সম্পূর্ণ অর্থ কলেজ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আমিনুল হক আরও বলেন, ওই শিক্ষক যে কাজটা করেছে, তা আমাকে জীবিত রেখেই মেরে ফেলার সমান। কলেজ ফান্ডে টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, না দিলে আগামী শনিবার পুনরায় মিটিং ডেকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক মমতাজ উদ্দিন মুকুল বলেন, “ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অধ্যক্ষের কাছে সুযোগ চেয়েছিল। কিন্তু তিনি দেন নাই। পরে ছাত্ররা নিজেরাই বোর্ডে গিয়ে ফরম ফিলাপ করেছে। আমি ফরমফিলাপের টাকা নেইনি। তবে ছাত্রদের কলেজের পাওনা টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম । শোকজের কোন কাগজ পাননি বলে জানান।###