শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের টানপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে দীর্ঘদিন ধরে শত শত মানুষ যাতায়াত করলেও, সম্প্রতি সেই পথ সম্পূর্ণ বন্ধ করে শুরু হয়েছে ‘মোমেনশাহী ফিলিং স্টেশন’ নির্মাণকাজ। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন এলাকার শত শত বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশন নির্মাণ শুরুর পর থেকেই দক্ষিণ পাশের চলাচলের পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী, রোগী ও ব্যবসায়ীদের।
শিশু ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে আব্দুস সালাম নামে এক অভিভাবক বলেন, আমার ছোট ছেলেটা এখন স্কুলে যেতে পারছে না। বিকল্প রাস্তা না থাকায় অনেক ঘুরে পায়ে হেঁটে যেতে হচ্ছে। এটা একটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
অপ্রতুল বিকল্প রাস্তা ঘিরে ক্ষোভ ফিলিং স্টেশন নির্মাণ কাজে নিয়োজিত এক ব্যক্তি, সোহরাব হোসেন, বলেন:
আমি উত্তর দিকে রাস্তার ব্যবস্থা করে দিয়েছি।
তবে এলাকাবাসীর দাবি, ওই উত্তরের রাস্তাটি কবরস্থানের উপর দিয়ে যায়, যা নৈতিকভাবেও গ্রহণযোগ্য নয় এবং ব্যবহারকারীর জন্যও অস্বস্তিকর।
বাসিন্দাদের দাবি ও প্রস্তাবনা এলাকাবাসী মনে করেন, ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে একটি সংযোগ সড়ক তৈরি করা হলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা জনগণের মতামত না নিয়ে এভাবে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়া প্রশাসনিক দায়িত্ববোধের ঘাটতি ও জনসেবার চরম অবহেলার উদাহরণ।
এই ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।