শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রিশালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার প্রায় সবাই স্মার্ট কার্ড পেলেও তিনজন পেশাদার সাংবাদিক এখনও তা পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কার্ড না পাওয়া সাংবাদিকরা হলেন: সাইফুল আলম তুহিন (দৈনিক আজকের পত্রিকা) ফারুক আহমেদ (দৈনিক ইত্তেফাক) আনোয়ার হোসেন (সম্পাদক, দিগন্ত বার্তা অনলাইন)
তারা জানান, এক বছর আগে বায়োমেট্রিকসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও এখনো হাতে পাননি কার্ড। বিষয়টি নিছক ভুল নাকি সাংবাদিকতার কারণে কোনো উদ্দেশ্যপ্রণোদিত অবহেলা এ প্রশ্ন উঠেছে।
এক সাংবাদিক বলেন, “তিনজন সাংবাদিকের একসাথে কার্ড না পাওয়া কাকতালীয় নয়, এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে।”
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এটি প্রিন্টিং সংক্রান্ত ত্রুটি। দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে সাংবাদিকদের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।